“হাসনাত সাহসী কিন্তু কৌশলী নয়, তার আহত হবার ঘটনায় আমি স্তম্ভিত”

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় রোববার সন্ধ্যায় গাড়িবহরের জ্যামে আটকে থাকা অবস্থায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন লেখক, সাংবাদিক এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান (Maruf Kamal Khan)।

হাসনাতের ওপর হামলার ঘটনার একদিন পর, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন মারুফ কামাল খান। সেখানে তিনি লেখেন, “হাসিনার ফ্যাসিবাদী রেজিম উৎখাতের আন্দোলনের অন্যতম অগ্রণী ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে সন্ত্রাসীদের হামলা এবং তার আহত হওয়ার ঘটনায় আমি স্তম্ভিত। এর আগেও তার ওপর হামলা হয়েছে।”

তিনি আরও মন্তব্য করেন, “সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। তবে যাদের নিরাপত্তা বিশেষ ঝুঁকিপূর্ণ, তাদের রক্ষায় আরও বেশি গুরুত্ব দিতে হয়।” মারুফ কামালের ভাষ্যমতে, সাহসী হলেও হাসনাত কৌশলী নন এবং এ কারণে তার নিরাপত্তা বিশেষভাবে হুমকির মুখে রয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, “ফ্যাসিস্ট রেজিম উৎখাতে হাসনাতের ভূমিকা তার নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। উপরন্তু, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উচ্চকণ্ঠ ছিলেন এবং সম্প্রতি সেনাপ্রধান সম্পর্কেও মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন। এমন চরিত্র সহজেই প্রতিপক্ষের ষড়যন্ত্রের লক্ষ্য হতে পারে।”

হাসনাতের ওপর ধারাবাহিক হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মারুফ কামাল আরও লিখেন, “তরুণ হাসনাতেরা হয়তো অনেক ভুল করেছে, বিতর্ক সৃষ্টি করেছে। কিন্তু তারা দেশের মুক্তি আন্দোলনে যে অবদান রেখেছে তা অতুলনীয়। আজ যে ইন্টেরিম সরকার ক্ষমতায় আছে, তাদের প্রতিষ্ঠা সম্ভব হতো না যদি না এই আন্দোলন সফল হতো। অথচ সেই সরকারের আমলেই হাসনাতদের ওপর বারবার হামলা হচ্ছে—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং উল্লেখ করেন, “যারা হাসনাতদের গায়ে হাত তোলার দুঃসাহস দেখিয়েছে, তাদের এমন শাস্তি দিতে হবে যা অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।”

ঘটনার প্রেক্ষিতে এনসিপি এবং সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *