হত্যা মামলা মাথায় নিয়েই দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ (Awami League) সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ (Abdul Hamid) দেশ ছেড়েছেন। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হন বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, রাত ১১টার কিছু পরেই আবদুল হামিদ বিমানবন্দরে উপস্থিত হন। এরপর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। দীর্ঘ ৯ মাস আগে ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই পতনের রেশ কাটতে না কাটতেই সাবেক রাষ্ট্রপতির এই দেশত্যাগ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখযোগ্য যে, আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা দায়ের হয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এ মামলা রুজু হয়। মামলাটি নিয়ে আইন ও বিচার মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে মামলার কার্যক্রমের মধ্যেই তিনি দেশ ছেড়ে যাওয়ায় নতুন করে নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবদুল হামিদের উপস্থিতি ছিল বেশ সংক্ষিপ্ত সময়ের। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে কোনো ধরনের গণমাধ্যমের মুখোমুখি না হয়েই তিনি যাত্রা সম্পন্ন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *