আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ঘোষণা জাতীয় নাগরিক পার্টির

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা বড় জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই জমায়েত অনুষ্ঠিত হবে। সবাইকে দল–মতনির্বিশেষে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

হাসনাত বলেন, ‘ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণ শুরু হয়েছে। আজ বাদ জুমা ফোয়ারার সামনে জনসমুদ্র তৈরি হবে। আজ বোঝা যাবে কারা সত্যিকারের আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।’ আজ সকাল সাড়ে আটটায় যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে এ ঘোষণা দেন তিনি। একই সময়ে এক সংবাদ সম্মেলনেও এই আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে হাসনাত আরও বলেন, ‘ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল না করা পর্যন্ত এবং বিচারিক প্রক্রিয়ার সুস্পষ্ট রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

তিনি আরও জানান, ফোয়ারার সামনে আয়োজিত এই জমায়েতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলসমূহ, সাংস্কৃতিক সংগঠন, বিডিআর পরিবার, গুম ও হত্যার শিকার পরিবারের সদস্যদের উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘৫ আগস্ট ও জুলাইয়ের মতো আবারও রাস্তায় নেমে আসুন।’

হাসনাত উল্লেখ করেন, ফোয়ারার সামনে থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা, যেটি বাংলামোটর পর্যন্ত বিস্তৃত, সেটি আজ জনসমুদ্রে পরিণত হবে।

সংবাদ সম্মেলনে এনসিপি মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘জুমার পর ছাত্র-জনতা ফোয়ারার সামনে অবস্থান নেবে। আজই ফয়সালা হবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আর কারা চায় না।’

আজ জুমা পর্যন্ত যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে বলে জানান নাসীরুদ্দীন পাটোয়ারী।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল রাত ১০টা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা বিক্ষোভ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে কয়েক শ নেতা-কর্মী স্লোগান দিয়ে যাচ্ছেন।

সকাল আটটার দিকে বিক্ষোভে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে জামায়াতের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

গভীর রাত পর্যন্ত চলা বিক্ষোভে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কিছু নেতা-কর্মী, এবি পার্টির সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা। ৯ মাস পরও সেই দাবি বাস্তবায়িত না হওয়ায় আমাদের আবার রাজপথে নামতে হয়েছে।’

একাধিক সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা এই বিক্ষোভ কর্মসূচি আজকের বাদ জুমার জমায়েতে নতুন মাত্রা পেতে চলেছে বলে মনে করছেন আয়োজকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *