আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না, তা বিএনপির আলোচনার বিষয় নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান (Abdul Moyeen Khan)। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টার (Carter Center) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, তা ঠিক করবে জনগণ। তিনি আরও বলেন, “যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে, তারা তাদের বক্তব্য দিয়েছে। বিএনপি তো কোনোভাবেই এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) আগেই বলেছেন, এটি জনগণের সিদ্ধান্তের বিষয়। জনগণ ঠিক করবে কারা নির্বাচনে অংশ নেবে আর কারা নেবে না।”
আওয়ামী লীগ নির্বাচন করবে কি না, তা নিয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরে মঈন খান বলেন, “আপনি আমাকে প্রশ্ন করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না। আমি বলি, এই প্রশ্নটা বরং আওয়ামী লীগকে করুন। তারা কি সত্যি গণতন্ত্র চায়, তারা কি নির্বাচন করতে চায়—এই প্রশ্নের উত্তর তাদেরই দেওয়া উচিত।”
বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ (Shama Obayed) এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার (ABM Abdus Sattar)।
কার্টার সেন্টারের পক্ষ থেকে ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেমোক্রেসি প্রোগ্রামের জ্যেষ্ঠ সহযোগী পরিচালক জোনাথন স্টোনস্ট্রিট (Jonathan Stonestreet)।