রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুললেন উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam)। শনিবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি ‘৭১-এর যুদ্ধাপরাধের প্রশ্ন এবং মুজিববাদী বামদের ভূমিকা নিয়ে জোরালো অবস্থান জানান।
পোস্টে মাহফুজ আলম বলেন, “দুটি কথা বলি। প্রথমত, ১৯৭১ সালের প্রশ্নের চূড়ান্ত মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। পাকিস্তান রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেও, তাদের দোসররা আজও অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করছে না। যারা ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে কথা বলছে, তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে বিভ্রান্তি ও স্যাবোট্যাজ চালানোর অপচেষ্টা বন্ধ করতে হবে। যারা সাফ দিলে—স্বচ্ছভাবে মুক্তিযুদ্ধের পক্ষ নিতে প্রস্তুত, তাদেরই স্বাগত জানানো হবে।”
পোস্টের দ্বিতীয় অংশে মাহফুজ আলম কঠিন ভাষায় আক্রমণ করেন তথাকথিত মুজিববাদী বামদের। তিনি বলেন, “মুজিববাদী বামদের কোনো ক্ষমা নেই। আওয়ামী লীগের গুম-খুনের রাজনীতি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং মোদীবিরোধী আন্দোলনে যারা মস্তিষ্ক হিসেবে কাজ করেছে, তারা হলো এই মুজিববাদী বামেরা।”
তিনি তাদের থার্টি সিক্সথ ডিভিশন (Thirty-Sixth Division) বলে উল্লেখ করেন এবং অভিযোগ তোলেন, “জুলাই মাসের উত্তাল সময়ে যখন স্বাধীনতার পক্ষের শক্তি দৃপ্ত ছিল, তখন এরা নিকৃষ্ট দালালি করেছে। আজও সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে তারা জুলাইপন্থী শক্তির বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে।”
মাহফুজ আলম বলেন, “আওয়ামী লীগের এই সব বিটিম (বুদ্ধিবৃত্তিক তল্পিবাহক) খুব শীঘ্রই পরাজিত হবে। অন্য কারো কাঁধে ভর করে বেঁচে থাকার চেষ্টা আর সফল হবে না।”
তার এই ফেসবুক পোস্ট ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বর্তমান রাজনীতিতে বিশ্বাসঘাতকতার প্রশ্নে এটি গুরুত্বপূর্ণ একটি বার্তা হয়ে উঠতে পারে।