আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার অন্তর্বর্তী ঘোষণা আসার পরও এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য (Anti-Fascist Student Unity)। শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে শনিবার (১০ মে) রাত দেড়টার দিকে জানানো হয়, এ মুহূর্তে উপদেষ্টাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) (National Citizen Party) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)।
শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, উপদেষ্টাদের সঙ্গে সভা শেষে শাহবাগে ফিরে আসবেন হাসনাত, এবং সেখানেই ঘোষণা করা হবে পরবর্তী কর্মসূচি।
জানা গেছে, চলমান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ ছাড়াও উপস্থিত আছেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশ (Up Bangladesh) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী, জুলাই ঐক্যের এবি জোবায়েরসহ আরও কয়েকজন শীর্ষ নেতা। অন্যদিকে উপদেষ্টাদের মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারের সিদ্ধান্ত ঘোষণার পরই এক তাৎক্ষণিক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দেন, “আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে মতামত দেব। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না।”
রাত দুইটার দিকেও শাহবাগ চত্বর ছিল উত্তপ্ত। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে অবস্থান বজায় রেখেছেন। তাদের স্পষ্ট ঘোষণা, দলগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা ও প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং আন্দোলন চালিয়ে যাবেন।
সামগ্রিকভাবে পরিস্থিতি এখনো থমথমে। সবাই নজর রাখছে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহর ঘোষণার দিকে, যা নির্ধারণ করতে পারে আন্দোলনের পরবর্তী গতি।