মিরপুরে মো. সাগর হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম (Momtaz Begum) মঙ্গলবার (১৩ মে) আদালতে হাজির হলে তীব্র ধাক্কাধাকি ও উত্তেজনার মধ্যে পড়ে যান। দুপুর ২টা ১৭ মিনিটে তাকে ঢাকা সিএমএম আদালতে আনা হয়। এসময় আদালতের চত্বরে আইনজীবী ও সাধারণ লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
বিকাল সাড়ে ৩টায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তার বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাজতখানায় নেওয়ার চেষ্টা করলে আবারো ধাক্কাধাকির ঘটনা ঘটে। পুলিশের দেওয়া হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে মমতাজকে মাথা নিচু করে নিয়ে যাওয়া হয়।
এই হুড়োহুড়ির মধ্যেই তার পা থেকে একটি জোড়া জুতা খুলে পড়ে যায়, যা পরে হাজতখানার সামনে পড়ে থাকতে দেখা যায়। পরে যাচাই করে দেখা গেছে, ওই জুতা গ্রেফতারের সময় ডিবি অফিসে তোলা মমতাজের ছবিতে দেখা জুতার সঙ্গেও মিলে যায়।
ঘটনাটি নিয়ে আদালতের হাজতখানা ইনচার্জ উপপরিদর্শক কামরুর ইসলাম বলেন, “আসামিকে হাজতখানা থেকে পাঠানো হয়েছে। তার পায়ে জুতা ছিল কিনা খেয়াল করিনি। হুড়োহুড়ির মধ্যে জুতা পড়ে যাওয়ার বিষয়টি আমার জানা নেই।”
এর আগে সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মিরপুর থানায় মো. সাগর হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।