খুলনার সার্কিট হাউজ মাঠে বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। এই সমাবেশের আয়োজন করেছে ছাত্রদল (Chhatra Dal), যুবদল (Jubo Dal) ও স্বেচ্ছাসেবক দল (Swecchasebak Dal)—বিএনপির তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন।
খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আসা তরুণ নেতাকর্মীরা দুপুর থেকেই মিছিলসহ সমাবেশস্থলের আশপাশে জড়ো হচ্ছেন। কিন্তু তীব্র তাপদাহের কারণে তারা সরাসরি মাঠে না গিয়ে আশপাশের গাছের ছায়া কিংবা পার্কে অবস্থান করছেন।
খুলনা মহানগর যুবদলের নেতাকর্মীরা শহীদ হাদিস পার্কে অবস্থান করছেন, আর স্বেচ্ছাসেবক দলের নেতারা অবস্থান নিয়েছেন নগরীর গোলকমনি পার্কে। খুলনা জেলা স্টেডিয়াম, কোর্ট এলাকা এবং শহীদ হাদিস পার্কের আশপাশেও সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের দেখা গেছে।
আবদুল মোনায়েম মুন্না (Abdul Monayem Munna), যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, “তীব্র গরমে নেতাকর্মীদের ছায়ায় অপেক্ষায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিকেল তিনটার মধ্যে তারা সবাই মাঠে চলে আসবেন।”
কেন্দ্রঘোষিত এই রাজনৈতিক কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed), বিএনপি (BNP)-র স্থায়ী কমিটির সদস্য।
অন্যান্য বক্তাদের মধ্যে থাকবেন—
– বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল (Rokibul Islam Bakul)
– তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল (Azizul Bari Helal)
– স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী (S M Jilani)
– যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন
– স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান
– ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন
তরুণদের অধিকার প্রতিষ্ঠা ও সরকারবিরোধী বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সমাবেশটি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।