সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও ঘিরে বিতর্কের মুখে চট্টগ্রাম মহানগরের মুখপাত্র পদ থেকে অব্যাহতি পেলেন ফাতেমা খানম লিজা (Fatema Khanam Liza)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement) শনিবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বহিষ্কার আদেশে লিজাকে সংগঠন থেকে অব্যাহতির ঘোষণা দেয়।
চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্যসচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, ফাতেমা খানম লিজার মাদক সেবন ও “অনিয়ন্ত্রিত জীবনযাপন”-সংক্রান্ত ছবি ও ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সংগঠনের মতে, এ ধরনের আচরণ সংগঠনের নীতি-আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
বহিষ্কারাদেশে আরও বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থানের ১৪০০ শহীদ ও অর্ধলক্ষ আহতের ত্যাগের ওপর দাঁড়ানো একটি আদর্শিক প্ল্যাটফর্মের কোনো সদস্যের এমন অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।” সে কারণেই ফাতেমাকে মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া ছবি-ভিডিও ঘিরে ফাতেমা লিজার বিষয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় বিভিন্ন মহলে। শিক্ষার্থী, অধিকারকর্মী ও সাধারণ নেটিজেনদের মধ্যে এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বিষয়টিকে “ব্যক্তিগত” বলে দেখলেও, অধিকাংশই এমন আচরণকে সংগঠনের নীতি ও দায়বদ্ধতার প্রশ্নে তুলে ধরেন।
তবে ফাতেমা খানম লিজার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।