মাশরাফীর নেতৃত্বে বৈষম্যবিরোধী আন্দোলনের ৩০ নেতাকর্মীর ছাত্রদলে যোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাশরাফী মর্তুজার নেতৃত্বে প্রায় ৩০ জন নেতাকর্মী বুধবার (২১ মে) সন্ধ্যায় ছাত্রদলে যোগ দিয়েছেন। এ যোগদানের মধ্য দিয়ে জেলা ছাত্র রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে এ যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান (Hafizur Rahman Sohan), যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব (Hasnain Nahiyan Sajib) এবং আব্দুর রহিম রনি (Abdur Rahim Rony)। এই নেতৃবৃন্দের উপস্থিতিতে মাশরাফী ও তাঁর সহযোদ্ধারা আনুষ্ঠানিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে যোগ দেন জাতীয়তাবাদী ছাত্রদলে।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন। এরপর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ (Shariful Islam Nishad) এবং সাধারণ সম্পাদক রেদোয়ান রহমান ওয়াকিউর (Redowan Rahman Wakiur) তাদের মিষ্টিমুখ করান।

মাশরাফী মোর্তজা এ সময় বলেন, “আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়। আজ আমি ও আমার অনুসারীরা পদত্যাগ করে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যোগ দিলাম।”

এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব এবং সাধারণ সম্পাদক মুক্তাদির আল বিরুনী প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *