সংযুক্ত আরব আমিরাতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (২৭ মে) দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। ফলে আমিরাতসহ বেশিরভাগ মধ্যপ্রাচ্যের মুসলিমপ্রধান দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী শুক্রবার, ৬ জুন।
চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে আগামীকাল বুধবার (২৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা প্রতিবছর জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়। সে হিসেবে এবারের কোরবানির ঈদ পড়ছে ৬ জুনে।
ঈদুল আজহা শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি ত্যাগ ও আত্মদানের প্রতীক। হজ পালনরত মুসলমানদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন, আর বিশ্বের অন্যান্য স্থানের মুসলমানদের জন্যও এর রয়েছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য।
প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে ৭ জুন, শনিবার।
সারা বিশ্বের মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব, ত্যাগ ও একতার বার্তা নিয়ে এ উৎসব ফিরে আসে প্রতিবছর। এবারও আমিরাতে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন শহরে ঈদের নামাজের স্থান নির্ধারণ, পশু কোরবানির ব্যবস্থাপনা এবং নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে।