জাপান সফরে এক বিলিয়ন ডলারের সহায়তার আশায় ঢাকা

নিক্কেই ফোরামের আয়োজনে ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নিতে চারদিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। এই সফর ঘিরে বাংলাদেশের পক্ষ থেকে জাপানের কাছ থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তার প্রত্যাশা করা হচ্ছে—যার মধ্যে রয়েছে বাজেটারি সহায়তা, রেল খাত এবং অন্যান্য খাতে বরাদ্দ।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সফরের অংশ হিসেবে জাপান সরকারের পক্ষ থেকে ৫০০ মিলিয়ন ডলার বাজেটারি সহায়তা, ২৫০ মিলিয়ন রেল খাতে এবং বাকি ২৫০ মিলিয়ন ডলার অন্যান্য খাতে বরাদ্দ দেয়ার বিষয়ে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

এছাড়া সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার (Shigeru Ishiba)-এর সঙ্গে ৩০ মে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস। এই বৈঠকে অন্তত সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ গুরুত্ব পাচ্ছে প্রশিক্ষিত জনবল

জাপানে দক্ষ কর্মী প্রেরণের বিষয়টিও এবার গুরুত্ব পাচ্ছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আপাতত এক লাখ প্রশিক্ষিত জনবল পাঠানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন। এজন্য ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর বিষয়ে আলোচনা হবে।”

এছাড়া, সফরের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ মহেশখালী-মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প (MIDIP) বাস্তবায়ন এবং বিনিয়োগ সুবিধা নিয়ে আলোচনা করবেন ড. ইউনূস। অনুষ্ঠানে জাপানের ৩০০-এর বেশি বিনিয়োগকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

বিনিয়োগ আকর্ষণে জোর প্রচেষ্টা

জাপান মাতারবাড়ি অঞ্চলে দ্বিতীয় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) স্থাপন করতে চায়। শফিকুল আলম জানান, ড. ইউনূস মহেশখালী-মাতারবাড়ি অঞ্চলকে ‘সিঙ্গাপুরের আদলে একটি উন্নত বন্দর নগরীতে’ পরিণত করতে চান এবং এ উদ্দেশ্যে বড় বড় কোম্পানিকে বিনিয়োগের আহ্বান জানাবেন।

এই সফরে প্রধান উপদেষ্টা একটি জাপানি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক অ্যাওয়ার্ডও গ্রহণ করবেন বলে জানান প্রেস সচিব।

সফরের পরবর্তী সূচি অনুযায়ী, ৩১ মে সকালে ড. ইউনূস সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও থেকে রওনা হয়ে রাতে ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *