কক্সবাজারে অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের মোট সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৪৭ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন এসআই জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করে এবং বিভিন্ন যানবাহনে হামলা চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। অভিযোগ অনুযায়ী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে শ্রমিক লীগ নেতা মিজান (প্রকাশ বার্মায়া মিজান)-এর নেতৃত্বে এই হামলার ফলে শহরে আতঙ্কের সৃষ্টি হয়।
পরবর্তীতে কক্সবাজার সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে ৪৭ জনকে আসামি করে একটি মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই ওসির নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, গত ২৪ ঘণ্টায় উল্লেখিত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম এখনই প্রকাশ করা যাচ্ছে না। নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত আছে।