জুলাইয়ের প্রথম প্রহরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে একটি প্রতীকী কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party) সোমবার দিবাগত রাতের প্রথম প্রহরে। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলামোটর মোড় থেকে শুরু হয় এই পদযাত্রা, যার মাধ্যমে দলটি আবারও স্মরণ করলো তাদের ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর তাৎপর্য।

পদযাত্রার শুরুতে এক সংক্ষিপ্ত বক্তব্যে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের কাছে শুধুই একটি দিন নয়—এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় আর স্বপ্নের প্রতীক।” তাঁর কথায়, এই এক বছরে দলটি যেমন কিছু গুরুত্বপূর্ণ অর্জনের মুখ দেখেছে, তেমনি কিছু অপূর্ণতা ও কাঙ্ক্ষিত ফল না পাওয়ার চ্যালেঞ্জও এসেছে সামনে।

তিনি বলেন, “একটি ন্যায্য এবং সমানাধিকারভিত্তিক রাষ্ট্র গড়তে হলে ইতিহাসকে স্মরণ করতে হবে, আর সেই পথ চলায় জনগণের সঙ্গে সংলাপ এবং তাদের পাশে থাকা ছাড়া কোনো বিকল্প নেই।”

আখতার হোসেনের ভাষায়, “জুলাই আমাদের আত্মপরিচয়ের মাস। এই পদযাত্রা শুধু একটি কর্মসূচি নয়, বরং জনগণের কাছে পৌঁছানোর, তাদের সঙ্গে কথা বলার, আর একটি বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রত্যয় পুনর্নিশ্চিত করার উদ্যোগ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *