“আমরা রাজপথে থাকব, রাজপথ থাকবে এনসিপি ও ছাত্র-জনতার দখলে”- সামান্তা শারমিন

“বাংলাদেশে শান্তি আসবে না, যতক্ষণ না রাষ্ট্র কাঠামো বদল হয়”—এই কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শহরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন, “আমরা রাজপথে থাকব, রাজপথ থাকবে এনসিপি ও ছাত্র-জনতার দখলে।”

শুক্রবার (৪ জুলাই) বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।

সামান্তা শারমিন বলেন, “আমরা একটা গণঅভ্যুত্থান সংগঠিত করেছি, কিন্তু এখনো জনগণের সমস্যাগুলো দূর করতে পারিনি। কেন পারিনি? কারণ রাষ্ট্রীয় কাঠামোটা এখনো ফ্যাসিস্ট। এই কাঠামো বদলাতে হবে। ছাত্র-জনতা এই দায় নিজের কাঁধে নিয়েছে। আমাদের লড়াই চলবে, মাটি থেকে শুরু করে সংসদ পর্যন্ত।”

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, “প্রত্যেকটা জেলার হাসপাতাল ও স্কুল-কলেজের মান নিয়ে জনগণের সন্দেহ আছে। এই শিক্ষা ও স্বাস্থ্য যদি বদলানো না যায়, তাহলে কীভাবে এমন জনগোষ্ঠী গড়ে উঠবে যারা ভবিষ্যতে ভারতের মতো পরাশক্তির সঙ্গে পাল্লা দিতে পারবে?”

তিনি আরও অভিযোগ করেন, “প্রত্যেক এলাকায় চলছে দখলদারিত্ব, সন্ত্রাস আর চাঁদাবাজি। এই অন্যায়ের বিরুদ্ধে একমাত্র শক্তি ছাত্র-জনতা, সচেতন নাগরিক সমাজ ও এনসিপি।”

জনগণকেই পাহারাদার হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারাই রক্ষা করবেন আপনাদের এলাকাকে। আমরা আপনাদের সঙ্গে আছি, ওয়াদাবদ্ধ আছি। কখনো ওয়াদা ভঙ্গ করব না। তরুণ প্রজন্ম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে, আপনারা আমাদের দোয়া করবেন এবং জবাবদিহিতা আদায় করবেন।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন ও ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *