শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আ. লীগের ‘পুনর্বাসন প্রকল্প’ চলছে: রাশেদ খান

জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (Shamim Haider Patwary)–কে ঘিরে একটি ‘গভীর রাজনৈতিক পরিকল্পনার’ অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদ (Gono Odhikar Parishad)–এর সাধারণ সম্পাদক রাশেদ খান (Rashed Khan)। তিনি দাবি করেছেন, ব্যারিস্টার পাটোয়ারীর নেতৃত্বে মূলত আওয়ামী লীগ (Awami League)-এর ‘পুনর্বাসন’ প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, “ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। আপা এখন জাপায় ভর করেছে। জাপাতে যে অন্তঃকোন্দল দেখতে পাচ্ছেন, এটা স্রেফ মেকি। ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোঁকাবাজি চলছে।”

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারও এই প্রক্রিয়ায় নীরব সমর্থন দিচ্ছে। “উপদেষ্টাদের মধ্যে যেহেতু আপা ও জাপা ভক্ত রয়েছে, সেহেতু আপা সরাসরি ফিরে আসতে না পারলেও জাপার ঘাড়ে চড়ে আপাকে ফেরানোর বিষয়ে তারা ইতিবাচক। আর তারই অংশ হিসেবে ভারত ও আপার নতুন খেলোয়াড় শামীম হায়দার পাটোয়ারীকে মাঠে নামানো হয়েছে।”

রাশেদ খানের ভাষ্য, “যেখানে এসব পাটোয়ারীকে জেলে থাকার কথা, সেখানে তারা হতে যাচ্ছে আপা রক্ষার মূল খেলোয়াড়। অন্তর্বর্তীকালীন সরকারের নখদর্পণে সব কিছু থাকলেও, ভারতের ভয়ে তারা জাপা দিয়ে আপার প্রত্যাবর্তনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না।”

সাবেক আওয়ামী লীগের সংস্কার প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, “ইতোপূর্বে সাবের-মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হয়েছিল। সেই প্রজেক্ট ভণ্ডুল হওয়ায় এখন পাটোয়ারী শেষ ভরসা।”

প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় পার্টির মহাসচিব পদে মজিবুল হক চুন্নু (Mujibul Haque Chunnu)-কে সরিয়ে নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিষয়টি নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *