আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক (Zunaid Ahmed Palak)। বুধবার (৯ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে যখন তাকে হাজির করা হয়, তখন তার মুখে গভীর উদ্বেগ, চোখে অশ্রু, আর দেহে নিরাপত্তার কঠিন চিহ্ন—হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া।
সকাল সাড়ে ১০টার দিকে তাকে যখন আদালতের কাঠগড়ায় তোলা হয়, তখন স্বজনদের খোঁজে বারান্দার দিকে বারবার তাকাচ্ছিলেন পলক। পরক্ষণেই চোখে পানি চলে আসে তার। কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হাউমাউ করে কাঁদতে শুরু করেন তিনি। স্বজনদের দিকে তাকিয়ে অঙ্গভঙ্গিতে কিছু বোঝাতে থাকেন, হয়তো নিজের অসহায়ত্বই প্রকাশ করছিলেন। এ দৃশ্য দেখে বারান্দায় দাঁড়িয়ে থাকা স্বজনরাও কেঁদে ফেলেন।
তাকে এইদিন যাত্রাবাড়ী থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। শুনানি শেষে আদালত তাকে পুলিশ পাহারায় আবার হাজতখানায় পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।