সংস্কার ছাড়া নির্বাচনে গেলে প্রতিরোধ গড়ে তোলা হবে: হুঁশিয়ারি নাহিদ ইসলামের

নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে সংস্কার ও ন্যায়বিচার ছাড়া কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিলেন নাহিদ ইসলাম (Nahid Islam)। বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP) আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “সংস্কার ছাড়া কোনো রাজনৈতিক পক্ষ যদি নির্বাচনে অংশ নেয়, আমরা তার বিরুদ্ধেই অবস্থান নেব।” তিনি বলেন, “এই দেশকে বদলাতে হলে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধানের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে।”

নাহিদ ইসলামের মতে, বৈষম্য, ফ্যাসিবাদ, অন্যায়, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই এনসিপি রাজনীতি করছে। তার আহ্বান, “জুলাই অভ্যুত্থানের চেতনায় ছাত্র ও যুবকদের এগিয়ে আসতে হবে। এই সংগ্রামে তারাই হবে অগ্রণী শক্তি।”

সীমান্ত হত্যা প্রসঙ্গে ক্ষোভ জানিয়ে নাহিদ বলেন, “চুয়াডাঙ্গাসহ সীমান্তবর্তী জেলাগুলোতে ৫৪ বছরে হাজারের বেশি নিরপরাধ মানুষ বিএসএফের হাতে প্রাণ হারিয়েছে। বিএসএফ কোনো সীমান্ত রক্ষাকারী বাহিনী নয়—তারা হত্যাকারীতে পরিণত হয়েছে।”

ভারতের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। বলেন, “ভারতের সরাসরি ও পরোক্ষ সহযোগিতায় শেখ হাসিনার সরকার ১৬ বছর ধরে গুম, খুন ও দমন-পীড়ন চালিয়েছে। পানির ন্যায্য হিস্যা থেকেও বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “২০২৪ সালে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়ে মানুষের ভয় ভেঙে দিয়েছি। এখন আর ভয়ের সংস্কৃতি চলবে না। মানুষকে নির্ভয়ে কথা বলার, অধিকার নিয়ে বাঁচার পথ খুলে দিতে হবে।”

নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন রাজনীতি চাই, যা হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। জুলাই অভ্যুত্থানের চেতনা যেন দাসত্বের শৃঙ্খল ভাঙার অনুপ্রেরণা হয়ে ওঠে।”

সভায় আরও বক্তব্য রাখেন—দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, সদস্য সোহেল রানা, প্রবীণ নেতা মোল্লা ফারুক, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী খাজা আমিরুল বাশার বিপ্লব এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাফফাতুল ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *