‘হাসিনা অতীতে যেভাবে মানুষের মনোযোগ সরাতে নাটক করতেন, এখন তা আবার চালু হয়েছে’—মির্জা আব্বাস

দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে, চলছে মিশন ভিত্তিক অপকর্ম—এমন অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas) বলেছেন, “সরকার কোনো দেশপ্রেমিক শক্তি নয়, তারা কারও উদ্দেশ্য বাস্তবায়নের যন্ত্র।” শনিবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন পিন্টুর স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।

আলোচনায় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “নাসির উদ্দিন পিন্টুদের মতো হাজারো নেতাকর্মীর আত্মত্যাগেই আজকের বিএনপি দাঁড়িয়ে আছে। কিন্তু আজ প্রশাসনে বিএনপির জায়গায় আওয়ামী-জামায়াত ঘরানার লোক বসানো হচ্ছে।”

সরকারকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, “অনেক উপদেষ্টা যারা বাংলাদেশের নাগরিকই নন, তারা এখন দেশ চালাচ্ছেন। মনে হচ্ছে যেন আবারও ঔপনিবেশিক শাসন ফিরে এসেছে।”

মানবিক করিডর নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিশ্বের কোনো অভিধানে ‘হিউম্যানিটারিয়ান করিডর’ নামে কিছু নেই। সরকার একেক সময় একেক নাম দিয়ে এসব তৈরি করছে। জনগণের ম্যান্ডেট ছাড়াই কোনো করিডর দেওয়ার অধিকার কারও নেই।”

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizen Party) ও জামায়াতে ইসলামীর নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। বলেন, “সেন্টমার্টিন, সাজেক ইস্যুতে এনসিপি কথা বলে না কেন? জামায়াত, চরমোনাই—কেউ কথা বলে না। করিডর বিষয়ে বিএনপিই একমাত্র প্রতিবাদ করছে। এতে মনে হচ্ছে, সবাই যেন আওয়ামী লীগের পথ সুগম করছে, যেন বিএনপিকে সরিয়ে তারা সুবিধা নিতে পারে।”

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে আন্দোলন প্রসঙ্গে বলেন, “এটা সাজানো নাটক। শেখ হাসিনা অতীতে যেভাবে মানুষের মনোযোগ সরাতে নাটক করতেন, এখন তা আবার চলছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ‘ভিআইপি ট্রিটমেন্ট’ নিয়ে বিদেশ গেলেন, অথচ সরকার কিছুই জানে না? আসলে জনগণের দৃষ্টি ঘোরাতেই এই নাটক।”

তিনি আরও বলেন, “ডিএমপির নিষিদ্ধ এলাকায় এনসিপি কীভাবে বিক্ষোভ করে? তাহলে কি আইন শুধু বিএনপির জন্য? এই সরকারের নিরপেক্ষতা কোথায়?”

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগের জবাবে বলেন, “আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। যারা বিএনপিকে এসব বলে হেয় করতে চায়, তারা আসলে আমাদের ঈর্ষান্বিত। যারা ১৭ বছর ধরে আমাদের দমন করেছে, তাদেরকে পুনর্বাসন করবো—এটা যারা বলে তারা চরম মিথ্যাবাদী।”

স্মরণসভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু স্মৃতি সংসদের আহ্বায়ক সাইদ হাসান মিন্টু। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু (Ruhul Quddus Talukder Dulu), ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

সরকারের বিরুদ্ধে একের পর এক কড়া বক্তব্য, সন্দেহভাজন বিদেশি উপদেষ্টাদের প্রসঙ্গ, করিডর ইস্যু ও শাহবাগের আন্দোলনকে ‘নাটক’ আখ্যা দিয়ে মির্জা আব্বাসের এই বক্তব্য বিএনপির অবস্থানকে যেমন স্পষ্ট করছে, তেমনি রাজনৈতিক উত্তাপও বাড়িয়ে তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *