চাঁদাবাজির সময় পুলিশ সদস্যসহ হাতেনাতে ২ জন আটক

পঞ্চগড় শহরে জনতার হাতে ধরা পড়েছেন এক পুলিশ কনস্টেবল ও তার সহযোগী, যাঁরা নিজেদের যথাক্রমে উপপরিদর্শক (এসআই) ও গোয়েন্দা সংস্থার (ডিবি) সোর্স পরিচয় দিয়ে তরুণদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন। শনিবার (১২ জুলাই) রাতে শহরের বলেয়াপাড়া এলাকায় এই নাটকীয় ঘটনাটি ঘটে।

আটককৃত পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান (Mizanur Rahman), বয়স ২৮। তিনি পঞ্চগড় সদর থানায় কর্মরত কনস্টেবল এবং দিনাজপুর জেলার বিরল উপজেলার বৈদ্যনাথপুর এলাকার বাসিন্দা। ২০২২ সালে তিনি পঞ্চগড়ে যোগদান করেন। তার সহযোগী হিসেবে আটক হন রাজমিস্ত্রি শরিফুল ইসলাম (Shariful Islam), যিনি পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পেলকুজোত এলাকার বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্যমতে, রাতের বেলা বলেয়াপাড়া এলাকায় রাস্তার পাশে বসে মোবাইলে গেম খেলছিলেন কয়েকজন তরুণ। ঠিক তখনই দুটি মোটরসাইকেলে এসে হাজির হন মিজানুর ও শরিফুলসহ আরও কয়েকজন। তারা নিজেদের একজনকে পুলিশ এসআই ও অন্যজনকে ডিবির সোর্স পরিচয় দিয়ে তরুণদের উপর চাপ সৃষ্টি করেন। অভিযোগ রয়েছে, তারা তরুণদের এক লাখ টাকা চাঁদা না দিলে “অনলাইন জুয়া খেলার” মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার হুমকি দেন।

তরুণরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, মিজানুর ‘মাধব’ নামের একজন তরুণকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাটি দেখতে পেয়ে তরুণদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। জনতার উপস্থিতিতে বিপাকে পড়েন অভিযুক্তরা। একপর্যায়ে তাদের আটক করা হয়।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জনতার তৎপরতায় পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির চেষ্টা ভেস্তে যাওয়ায় সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *