বিএনপি মনোনীত ‘প্রার্থীর পায়ে সিজদা’ করতে বলা সেই নেতা বহিষ্কার

‘‘অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে আমার পায়ে।’ মন্তব্য করা বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগার দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে শনিবার (১২ জুলাই) পাবনার চাটমোহরে নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজাউল করিম টাইগার বিতর্কিত এ মন্তব্যটি করেন। পরে সামাজিক মাধ্যমে সমালোচনার উঠে।

রেজাউল করিম টাইগার পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির সদস্য বলে জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম টাইগার যে, বক্তব্য প্রদান করেছেন তা বিএনপির নীতি আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত।

তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করা হলো। ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত এবং দলের নীতি আদর্শের পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সাথে দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মীদের দলীয় সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *