‘চাঁদাবাজ আর দখলদার, বাংলা নয় তোর বাপ দাদার’—এই ক্ষোভঝরা বাক্য দিয়ে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সারজিস আলম (Sarjis Alam)। জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)–এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠকের এ মন্তব্য আবারও দেশের রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে যোগ দিয়ে সারজিস আলম এই বক্তব্য দেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে নারায়ণগঞ্জের কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রজনতার দুটি ছবি পোস্ট করেন সারজিস আলম। ছবির ক্যাপশনে তিনি লেখেন—‘চাঁদাবাজ আর দখলদার…বাংলা নয় তোর বাপ দাদার…সংগ্রামের সাহসী সহযোদ্ধাদের নারায়ণগঞ্জ থেকে…।’
তাঁর এ বক্তব্যে স্পষ্টতই কোনো একটি বিশেষ গোষ্ঠী বা রাজনৈতিক পক্ষকে উদ্দেশ্য করা হয়েছে, যদিও নাম উল্লেখ করেননি। তবে তার এই ভাষ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।