‘আওয়ামী লীগ নেই, তবু সামলাতে পারেন না’ — সমালোচনায় ইলিয়াস হোসেন

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন (Ilias Hossain) ফের একবার রাজনৈতিক বিতর্কে উত্তাপ ছড়ালেন সামাজিক মাধ্যমে। শনিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি ক্ষমতাসীন সমন্বয়ক নেতাদের উদ্দেশ করে প্রশ্ন তোলেন—আওয়ামী লীগ দেশে নেই, তা সত্ত্বেও তাদের সামাল দিতে ব্যর্থ হলে, বিএনপিকে ক্ষেপিয়ে রাজনীতিতে টিকে থাকা কতটা সম্ভব?

স্ট্যাটাসে ইলিয়াস লিখেছেন, ‘সমন্বয়ক সাহেবেরা এতো চেতে গেলেন কেন? বিএনপির চাঁদাবাজি নিয়ে আমরাও বলছি, কিন্তু আপনারা জিয়াউর রহমান (Ziaur Rahman), খালেদা জিয়া (Khaleda Zia)—কাউকেই ছাড়ছেন না। ঘটনা কী?’

তিনি আরও যোগ করেন, ‘আওয়ামী লীগ (Awami League) দেশে নেই, তারপরেও তাদেরকেই সামলাতে পারেন না; আর বিএনপি (BNP)-কে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন, জানি না। তারপরেও দোয়া থাকলো, এগিয়ে যান।’

ইলিয়াসের এই স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। একদল মনে করছেন, এটি একটি নির্মোহ পর্যবেক্ষণ, যেখানে দুই পক্ষকেই আক্রমণের কৌশল নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে কেউ কেউ তার অবস্থান পরিবর্তনের শুরু বলেও মনে করছেন।

উল্লেখ্য, ইলিয়াস হোসেন এর আগেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি এবং রাজনৈতিক বিষয়ের নির্ভীক মন্তব্যের জন্য পরিচিত। তার ভাষ্য অনেক সময়েই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *