দেশজুড়ে চলমান ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে বুধবার (২৩ জুলাই ২০২৫) দুপুরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সভায় দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি জোর দিয়ে বলেন, “দেশে এখন গণজোয়ারের সৃষ্টি হয়েছে। আলেম সমাজ থেকে নারী সমাজ—সবার মধ্যেই এনসিপির নেতৃত্বে ঐক্যের বার্তা স্পষ্ট। ইনশাআল্লাহ, আগামী সরকার এনসিপির নেতৃত্বেই গঠিত হবে। তখন অতীতের সব হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে পুনর্গঠনের কাজ হাতে নেওয়া হবে।”
পাঠ্যক্রমে সহিংসতার প্রসঙ্গ টেনে পাটোয়ারী বলেন, “মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হত্যাকাণ্ড নিছক একটি দুর্ঘটনা নয়, এটি একটি সিস্টেমেটিক রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ। যদি রাষ্ট্রকে আমরা সময়মতো সংস্কার না করতে পারি, তাহলে সামনে আরও ভয়াবহ সংকট অপেক্ষা করছে। আমাদের সবাইকে এখন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, কারণ আমরা বর্তমানে একটি গভীর রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি।”
পথসভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারী। উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা—শেখ রহমত উল্লাহ, আবদুল্লাহ আল আল রেদওয়ান, এমরান হোসেন ও হাসান মজুমদার।
সভা শেষে দলীয় নেতৃবৃন্দ কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করেন, যেখানে ‘জুলাই পদযাত্রা’র পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।