ভারত চিরকাল আমাদের ক্ষতির ষড়যন্ত্রে লিপ্ত: জামায়াত নেতা আজহারুল ইসলাম

ভারত কখনো বাংলাদেশের মঙ্গল চায়নি, বরং সবসময় ক্ষতির অপচেষ্টায় লিপ্ত থেকেছে—এমনই কটাক্ষ করলেন এটিএম আজহারুল ইসলাম (ATM Azharul Islam)। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার ঝাড়ুয়ার বিল এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি দাবি করেন, ভারত সব সময় নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, বাংলাদেশের কল্যাণ কোনোদিনই তাদের অগ্রাধিকার ছিল না, ভবিষ্যতেও হবে না।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য আজহারুল ইসলাম বলেন, “ভারতের তৈরি নীলনকশা বাস্তবায়নেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের নেতাদের গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চে পাঠিয়ে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কৃপায় তারা সে ষড়যন্ত্রে সফল হতে পারেনি।”

সমাবেশে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ (Awami League) প্রকাশ্যে ‘লগি-বৈঠা’ দিয়ে জামায়াত নেতাদের হত্যা করেছিল এবং তাদের মৃতদেহের উপর উল্লাস করেছিল। কিন্তু তবু জামায়াতের নেতা-কর্মীরা দমে যায়নি বলেও দাবি করেন তিনি।

তার ভাষায়, “আমাদের দামাল ছেলেরা জুলাই-আগস্ট মাসে জীবন দিয়ে খুনি হাসিনা ও তার সহযোগীদের জবাব দিয়েছে। তারা নতুন করে বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই বাংলাদেশকে আমাদের ধরে রাখতে হবে। আর কোনো জুলুমবাজ, চাঁদাবাজ, দালাল কিংবা দুশমনদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “আমরা জুলাইয়ের সেই শপথ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী আদর্শ রক্ষার লড়াই চালিয়ে যাব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামনাথপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি শামসুল ইসলাম মিলিটারি। আরও বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক গোলাম রব্বানী (Golam Rabbani), বদরগঞ্জ উপজেলা আমির কামরুজ্জামান এবং সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশটি স্থানীয়ভাবে রাজনৈতিক উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকারবিরোধী বক্তব্যের মাধ্যমে জামায়াত আবারও নিজেদের সংগঠিত করার বার্তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *