বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং তথাকথিত সংস্কারের নামে বিভ্রান্তিকর প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। তিনি সতর্ক করেছেন, দেশে আবারও একটি ‘এক–এগারো’ ধরনের পরিস্থিতি তৈরি হওয়া অসম্ভব নয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (Jatiyatabadi Ainjibi Forum)-এর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফখরুল বলেন, ‘সবাইকে এখনই সতর্ক হতে হবে। বর্তমান প্রেক্ষাপটে একটি আরেকটি এক–এগারোর পুনরাবৃত্তি অস্বাভাবিক নয়।’
তিনি আরও বলেন, দেশে এখন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর ধারণা চালু করা হচ্ছে। ‘পিআর পদ্ধতি’ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি একে ‘অলীক’ আখ্যা দিয়ে বলেন, “দেশের মানুষ এই ধারণা বোঝে না, বুঝতে চায়ও না। এটা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।”
এ সময় তিনি অভিযোগ করেন, ‘এই দেশে একটা মহল আছে যারা গণতন্ত্রকে চলতে দিতে চায় না।’ এমনকি জাতির জনক শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)-এর দিকেও ইঙ্গিত করে তিনি বলেন, ‘শেখ মুজিবও গণতন্ত্র চায়নি।’
ভবিষ্যৎ নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির মহাসচিব। তার মতে, নির্বাচন আয়োজনের আর সময় নেই। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, বিশেষ করে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর মর্যাদা হুমকির মুখে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।
বাংলাদেশের রাজনীতিতে ‘জুলাই স্পিরিট’ থেকে সরে আসার অভিযোগ তুলে তিনি বলেন, ‘এখন আর জাতীয় ঐক্যের জন্য সংগ্রাম হচ্ছে না, সবাই নিজের স্বার্থের জন্য লড়ছে। তরুণরা এখন আদর্শ নয়, চাঁদার জন্য চিঠি লিখছে।’
তিনি বিএনপির পক্ষ থেকে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেও অভিযোগ করেন, সরকার কৌশলে বাস্তব সংস্কারের জায়গায় অলীক ও বিভ্রান্তিকর প্রস্তাব সামনে আনছে। ‘সংস্কার সংক্ষেপেই করা যেত, কিন্তু সরকার তা না করে পিআরের মতো ধারণা তুলে এনেছে’, বলেন তিনি।
অবশেষে আবারও তিনি সতর্ক করে বলেন, ‘এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সচেতন না হলে এক–এগারোর মতো পরিস্থিতি ফিরে আসা অস্বাভাবিক হবে না।’