জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে চলমান রাজনৈতিক গুঞ্জনের মধ্যে এবার সরাসরি মুখ খুললেন ইফতেখারুজ্জামান (Iftekharuzzaman)। তিনি বলেন, এনসিপিকে ‘কিংস পার্টি’ বলা হয়—এটা আর গোপন কোনো বিষয় নয়। বরং, এটা এখন খোলাখুলি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সোমবার ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (Transparency International Bangladesh – TIB) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে।
ইফতেখারুজ্জামান বলেন, “এটা গোপন করার কিছু নেই। এনসিপিকে কিংস পার্টি বলা হয়। এবং তাদের যেসব সহযোদ্ধা বা সহযাত্রী আছেন, তাঁদের মধ্যে দুজন বোধহয় এখন সরকারের ভেতরেই আছেন।” তিনি আরও যোগ করেন, “এই বিষয়টা যেমন সরকারের জন্য বিব্রতকর, তেমনি ‘কিংস পার্টি’ হিসেবে চিহ্নিত হওয়ার বিষয়টিও তাদের নিজেদের জন্য কম বিব্রতকর নয়।”
রাজনৈতিক পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনার সময় তিনি বলেন, “নির্বাচনী পরিস্থিতির এখন একটা টাইমলাইন দাঁড়িয়েছে। সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আশা করি এবং ধারণা করি—এটাই বজায় থাকবে।” তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “পথটা খুব সহজ না। এর মধ্যে রাজনৈতিক কিংবা অন্যান্য অস্থিরতা দেখা দিতে পারে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা নির্বাচনমুখী হচ্ছি। এই বিষয়ে কোনো সন্দেহ নেই।”
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অস্বীকার করার কিছু নেই যে, রাজনৈতিক অঙ্গন জুড়ে অস্থিরতা ও অনিশ্চয়তা রয়েছে। তবে একইসঙ্গে তিনি আশাবাদও প্রকাশ করেন যে, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফেরার পথেই রয়েছে।