ফার্মগেট ও খামারবাড়িতে ট্রাফিক পুলিশ বক্সের সামনে রাতের বেলায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় রাতের নিস্তব্ধতা ভেঙে সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে একযোগে দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লক্ষ্য ছিল ট্রাফিক পুলিশের দুইটি চৌকি। যদিও এই বিস্ফোরণে কেউ হতাহত হননি, তবে ঘটনাটি ঘিরে জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

তেজগাঁও থানা (Tejgaon Thana) সূত্রে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি ঘটে ফার্মগেটের আনন্দ সিনেমা হল সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায়। অজ্ঞাতনামা কেউ বা কারা হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

ঠিক একই সময়ে, কাছাকাছি আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে খামারবাড়ির খেজুরবাগান ট্রাফিক পুলিশ বক্সের সামনে। সেখানেও অজ্ঞাত দুষ্কৃতিকারীরা রাস্তায় ককটেল ছুঁড়ে পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো যানবাহন বা মানুষ ক্ষতিগ্রস্ত না হলেও, ককটেলের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, “দুইটি স্থানে একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরিত ককটেলের খোলসহ প্রমাণ সংগ্রহ করেছে। এখনো কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দোষীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং এলাকার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনা শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে ট্রাফিক পুলিশের বক্সকে লক্ষ্য করে এই ধরনের হামলা সচেতনভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল করার চেষ্টা কিনা, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *