আ.লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল

পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ স্মরণে আয়োজিত বিজয় মিছিল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন একজন পরিচিত আওয়ামী লীগ নেতা, যা নিয়ে ইসলামী আন্দোলনের অভ্যন্তরেই উঠেছে নানা প্রশ্ন।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফল পৌর শহরে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এসএম ইউসুফ—যিনি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

ইসলামী আন্দোলনের বেশ কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একজন সাবেক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ইসলামপন্থী মিছিল হওয়া ‘বিরাট প্রশ্নবিদ্ধ’। তারা বলেন, “এসএম ইউসুফ একজন বিতর্কিত ব্যক্তি। সে কীভাবে এই বিজয় মিছিলে এল, সেটা তদন্ত করা উচিত।”

এ নিয়ে সরাসরি মন্তব্য করেন সংগঠনটির বাউফল উপজেলার সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম। তিনি জানান, সংগঠনের ভেতরে কিছু দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী ব্যক্তি প্রবেশ করায় তিনি সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। তার ভাষায়,
“আমি টানা ৭ বছর ধরে নেতৃত্ব দিয়েছি, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু কিছু চাটুকার ও বাটপার ঢুকে যাওয়ায় মনের দুঃখে আমি সংগঠন ছেড়েছি। এখন বাউফলে আহ্বায়ক কমিটি দিয়ে ইসলামী আন্দোলন পরিচালিত হচ্ছে।”

বর্তমানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল হোসেন। তবে মিছিল ঘিরে বিতর্কে তার অবস্থান জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। একইভাবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এসএম ইউসুফও ফোন রিসিভ করেননি।

এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, ইসলামী আন্দোলনের মতো একটি আদর্শিক সংগঠনের কর্মসূচিতে ভিন্নমতের রাজনীতিবিদের অংশগ্রহণ আদর্শগত বিভ্রান্তির ইঙ্গিত দেয়। দলীয় ভিতরে এই নিয়ে এখন চলছে চাপা ক্ষোভ ও প্রশ্ন। অনেকেই বলছেন, ইসলামী আন্দোলন গত সতেরো বছর ধরে হাত পাখা দিয়ে আ’লীগ আর হাসিনাকে বাতাস করে গেছেন, আর এখন পট পরিবর্তনের পর এবার সেই আ’লীগকেই পূর্ণবাসনের কাজে নেমেছে দলটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *