ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

পুরানা পল্টনে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বৈঠক করেছে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করে সহনীয় মাত্রায় আনার জন্য ইসলামী আন্দোলনের আমিরের পক্ষ থেকে মার্কিন প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান দলের নেতারা। আলোচনায় রাজনীতি, নির্বাচন, সংস্কার, নাগরিক অধিকার, বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের পথনকশা নিয়ে মতবিনিময় হয়।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান (Mawlana Gazi Ataur Rahman) বৈঠকে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ইসলামী আন্দোলনের দৃষ্টিভঙ্গি এবং তার যৌক্তিকতা তুলে ধরেন। পাশাপাশি সংস্কার কমিশন নিয়ে দলের নীতিগত অবস্থানও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।

মার্কিন দূতাবাসের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট (James Stewart), পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ এবং পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইকবাল মাহমুদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ (Mawlana Yunus Ahmad), প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, এবং আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য খায়রুল আহসান মারজান ও মুহাম্মাদ রাজন শিকদার।

বৈঠক শেষে উভয় পক্ষের পক্ষ থেকেই ভবিষ্যতে গঠনমূলক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *