বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে অপুকে অপহরণের অভিযোগ

রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গত ১ আগস্ট রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার হন জানে আলম অপু। তার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে তাকে গ্রেপ্তারের আগে অপহরণ করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী আনিশা।

বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে আনিশা আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, গোপীবাগে ইশরাকের বাসায় ভিডিওটি ধারণ করা হয়েছে। তার লোকজন তাকে অপহরণ করে নিয়ে এ স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

অপু মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন আনিশা। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে বলেন, ‘আমাকে দেখার কেউ নেই। আমি একা। আমার যেন কিছু না হয়।’

ইশরাকের লোকজন অপুকে তুলে নিয়ে রাতে ভিডিও ধারণ করা হয় জানিয়ে তিনি বলেন, তার কাছ থেকে বার বার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাহিদ ইসলাম নাম শুনতে চাওয়া হয়। পরদিন সকালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’

অপুর স্ত্রীর সাম্প্রতিক সংবাদ সম্মেলন ঘিরে অনলাইনে চলছে তীব্র আলোচনা। কারণ, অপু গ্রেপ্তারের আগেই পলাতক অবস্থায় ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন—সময় এলে তিনি সব কিছু প্রকাশ করবেন। তাছাড়া, অপুকে অপহরণের মতো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে তার স্ত্রী এত দিন নীরব ছিলেন। অপুর সেই ভিডিও প্রকাশের পর হঠাৎ করেই যেন তার স্মরণে আসে অপহরণের বিষয়টি।

অন্যদিকে, একাধিক অনলাইন অ্যাক্টিভিস্টের দাবি—এটি নিতান্তই “ড্যামেজ কন্ট্রোল”। তাদের অভিযোগ, খোদ উপদেষ্টা আসিফ মাহমুদ ভয়ভীতি দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে অপুর স্ত্রীকে এই সংবাদ সম্মেলনে বাধ্য করেছেন।

অপু গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহবায়ক। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে ধারণ করা অপুর একটি ভিডিও বার্তা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রায় ৩৫ মিনিটের ভিডিওতে তাকে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকেও এতে জড়িত থাকার অভিযোগ করতে দেখা যায়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। অপুর আগে গত ২৬ জুলাই গ্রেপ্তার হন মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ। 

অপুর সেই ভিডিও , যা নিয়ে এতো আলোচনা

গ্রেপ্তার হবার আগে, পলাতক অবস্থায় , অপু যে ফেসবুক বলে গিয়েছিলেন, সময় হলেই সবকিছু জানানো হবে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *