ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, ভোট শেষে বিদায় নেবে সরকার: আইন উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। নির্বাচন সম্পন্ন হওয়ার পর বিদায় নেবে বর্তমান অন্তবর্তী সরকার—এমনটাই জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল (Asif Nazrul)। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন।

ড. আসিফ নজরুল বলেন, সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজন করা, রাজনৈতিক দলের নয়। তিনি দৃঢ় কণ্ঠে জানান, “নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারের, দলের নয়। নির্বাচন আয়োজনে আমরা সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, আর আমরা ফেব্রুয়ারিতেই বিদায় নেব।”

রাজনৈতিক দলগুলোর বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “বিভিন্ন উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো নানা কথা বলে থাকে, সেটিই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনী সময় এমন কথাবার্তা নতুন কিছু নয়।”

তিনি আরও যোগ করেন, “সরকারের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। আমাদের প্রধান উপদেষ্টা একজন সর্বজনস্বীকৃত ও আন্তর্জাতিকভাবে সম্মানিত মানুষ। তিনি নিজেই নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন। তাঁর এ ঘোষণার বাইরে যাওয়ার কোনো চিন্তা সরকারের নেই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *