নিশ্চয়ই, আপনার ওপর অশুভ জ্বিন সওয়ার হয়েছে: প্রধান উপদেষ্টাকে চরমোনাই পীর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপর অশুভ এবং গোপন জ্বিন সওয়ার হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনি বলেছেন— সংস্কার ও দৃশ্যমান বিচার কার্যক্রমের পর নির্বাচন। কিন্তু সংস্কার কি হয়েছে, দৃশ্যমান বিচার হয়েছে? এর একটাও হয় নাই, চলমান বলছেন। এরপরও জাতীয় নির্বাচন ঘোষণা করাটা আমাদের কাছে সন্দেহ তৈরি হয়েছে। নিশ্চয়ই, আপনার ওপর কোনো ধরণের— যেটা আমরা বলব অশুভ এবং গোপন জ্বিন সওয়ার হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি করে মুফতি রেজাউল করীম বলেন, এই বাংলাদেশে যখন অশান্তির আগুন জ্বলছিল, তখন কিন্তু ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল। যদি কোনো অশুভ চক্র ও জ্বিন হওয়ার হয়ে আপনাকে চাপ প্রয়োগের মাধ্যমে এ ধরনের ঘোষণা দিয়ে থাকে— আমরা পরিষ্কার বলছি, এদেশের ছাত্র-জনতা আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের এ দেশ সুন্দর না হবে, কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে, খুনিদের বিচার না হবে— ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এদেশে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না।

ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত ৫৩ বছরের নির্বাচন পদ্ধতি সংস্কার হলো প্রধান সংস্কার। আমরা দাবি করেছি— পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এ দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশিশক্তি, কালোটাকার দৌরাত্ম্য ও গুণ্ডাদের তাণ্ডব দূর করার একমাত্র উপায় পিআর পদ্ধতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *