অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর আহবায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত না হলে জাতীয় নির্বাচন নিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না।
রোববার মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “আমরা সবসময় বলেছি—প্রথমে সংস্কার, তারপর নির্বাচন। এর আগে নয়।” অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে নাহিদ বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তিতেই আমরা নির্বাচন চাই। গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমি মনে করি না।”
নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক অচলাবস্থার প্রসঙ্গ টেনে নাহিদ যোগ করেন, “আমরা শুরু থেকেই তারিখ নিয়ে কোনো পক্ষ-বিপক্ষ করিনি। আমাদের একটাই দাবি—সংস্কারের নিশ্চয়তা আর বিচারের নিশ্চয়তা। ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, তাতেও আমাদের আপত্তি নেই।”
বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি কিংবা সমঝোতা প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “নির্বাচন পেছানো বা আসন সমঝোতা নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে, সবই প্রোপাগান্ডা। নির্বাচনে জয়লাভ বা অংশগ্রহণের চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো সংস্কার।”
তিনি আরও বলেন, “বিপ্লবের পর জনগণকে আমরা যেন বলতে পারি—দেশে যে পরিবর্তন এসেছে, সেটা আমাদের হাত ধরেই এসেছে। জুলাইয়ের আন্দোলন কিংবা সনদের মাধ্যমেই যে পরিবর্তন ঘটেছে, সেটাই মূল সাফল্য। তাই সংস্কারই এখন আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাববো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।