‘যেদিকে তাকাই দেখি মানুষ নষ্ট হয়ে গেছে’—বেদনায় ভাঙলেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি কখনো রাজনীতিতে হতাশ হইনি। সবসময় সবাইকে সাহস দিয়েছি। কিন্তু ইদানীং আমার পাশে হতাশার ঘোরাঘুরি করছে। কারণ যেদিকে তাকাই দেখি বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, অফিস-আদালতে দুর্নীতি হচ্ছে। মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক নেতারাও এর মধ্যে জড়িয়ে পড়ছেন। এটি আরও বেশি দেশের ক্ষতি করছে। অর্থাৎ মানুষের মন-মানসিকতার মধ্যে যে পরিবর্তনের কথা ছিল তা হয়নি। এ সময় দেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, একাত্তরকে ভুলিয়ে দেয়ার অনেক চেষ্টা চলছে। কিন্তু মুক্তিযুদ্ধ ভোলা সম্ভব নয়। মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানিদের সহায়তা করেছে তারাই আজ বড় বড় কথা বলছে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *