আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান (Tarique Rahman) স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান (Fazlur Rahman) শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা। তাই মুক্তিযুদ্ধকে হেয়প্রতিপন্ন বা অপমান করা হলে জীবিত মুক্তিযোদ্ধাদের স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করা অনিবার্য হয়ে ওঠে।
তিনি বলেন, “যদি কেউ মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্নভাবে চিন্তা করেন, তাহলে তার ভেতরে রক্ত-মাংস কিংবা দেশপ্রেম কিছুই নেই।” তারেক রহমানের মতে, ২০২৪ সালের আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ ভুল ও অবাস্তব চিন্তাভাবনা। এ ধরনের কথাবার্তাই ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধাদের রাগান্বিত করে তুলেছে।
তার বক্তব্যে আরও উঠে আসে বিতর্কিত স্লোগানের প্রসঙ্গ। কেউ কেউ যখন বলে ‘গোলাম আজমের বাংলা’, তখন তিনি প্রশ্ন তোলেন—“গোলাম আজম কোনোদিন বলেছে ‘আমার বাংলা’?” একদিকে ক্ষমা চেয়ে আবার অন্যদিকে এমন স্লোগান দেওয়াকে তিনি চরম ধৃষ্টতা ও অভদ্রতা বলে আখ্যা দেন। তারেক রহমানের মতে, যারা একসময় বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করেনি, আজ তারা সেই দেশ শাসন করার সুযোগ চাইছে।
এ সময় তিনি সমালোচনা করেন সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যেরও। কেউ কেউ বলছে—“৭১-এর দরকার নেই, ২৪-ই যথেষ্ট।” এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তারেক রহমান বলেন, “আরে বাপরে বাপ!”
‘রাজাকার’ শব্দ নিয়ে তারেক রহমানের বক্তব্য আরও তীব্র হয়ে ওঠে। তিনি প্রশ্ন করেন, “রাজাকার বললেই একটা নির্দিষ্ট দল কেন ক্ষেপে যায়? আওয়ামী লীগ না বিএনপি না, ঠিক একটা নির্দিষ্ট গোষ্ঠীই ক্ষেপে ওঠে। কারণ এই শব্দটা তাদের গায়ে লেগে যায়।” তারেক রহমান মনে করেন, যদি সত্যিই আওয়ামী লীগ বা বিএনপিতে বেশি রাজাকার থাকে, তবে ‘রাজাকার’ শব্দে ক্ষেপে ওঠার কারণ কী? এই প্রশ্নের মধ্য দিয়েই তিনি তার বক্তব্য শেষ করেন।