কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক এক রাজনৈতিক সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যিনি একসময় তারেক রহমান (Tarique Rahman)-এর ফাঁসি দাবি করে মানববন্ধনে অংশ নিয়েছিলেন, সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা এখন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। জানা যায়, ৫ই আগস্টের আগে মো. ইমরান মিয়া নামের ওই যুবক ছিলেন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তাকে একাধিকবার ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিতে এবং তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। অথচ সেই একই ব্যক্তি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে এসেছেন।
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মো. গিয়াস উদ্দিন বলেন, “যে ছেলেটা একদিন ছাত্রলীগের কর্মী হয়ে তারেক রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে, আজ সেই ছেলেটাই জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক। রাজনীতিতে এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে? এই কমিটি হলো সুযোগসন্ধানী রাজনীতির উৎকৃষ্ট উদাহরণ এবং দলীয় নেতৃত্বের দুর্বলতার বহিঃপ্রকাশ।”
তবে এ বিষয়ে সরাসরি জানতে চাওয়া হলেও নতুন আহ্বায়ক মো. ইমরান মিয়ার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। একাধিকবার ফোন করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে। এই অপ্রত্যাশিত ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।