জাতীয় পার্টির (Jatiya Party) কার্যালয়ের সামনে শুক্রবার রাতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad) নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও সংগঠনটির আহ্বায়ক নুরুল হক নুর (Nurul Haque Nur)। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি (National Citizen Party-NCP)। দলটির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাত ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এ তথ্য এক বার্তায় নিশ্চিত করেছেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আবারও জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। সেখানেই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায়ও একই স্থানে উভয় পক্ষের মধ্যে এক দফা সংঘর্ষ হয়েছিল।
তাদের বর্ণনায় উঠে আসে, একদিকে ভিপি নুরের কর্মীদের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে সরিয়ে নিচ্ছিল। অন্যদিকে, সেই সময় অফিসের সামনেই অবস্থান করছিলেন নুরুল হক নুর। হঠাৎ ধাওয়া খেয়ে তার কর্মীরা আবারও জাতীয় পার্টির অফিসের দিকে ছুটে গেলে নতুন করে সংঘর্ষ শুরু হয়।