জাতীয় নাগরিক পার্টি এনসিপি (NCP)-র দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah) বলেছেন, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর (Nurul Haq Nur)-এর ওপর সাম্প্রতিক হামলা একটি বড় বার্তা। সংস্কার না হলে রাজনৈতিক নেতাদের পরিণতিও নূরের মতো হবে।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত “উঠানে নতুন সংবিধান” শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ বৈঠকের আয়োজন করে।
হাসনাত বলেন, “তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল, তাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছিল। খালেদা জিয়ারও করুণ পরিণতি হয়েছে। যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি, আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে। নিয়ম পরিবর্তনের জন্যই আমরা বলছি—সংস্কার চাই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপি, জামায়াতে ইসলামীসহ আওয়ামী লীগের বিরোধিতা করা যেকোনো দল বা নেতাকে ধরে নিয়ে গিয়ে ‘সেইফ হাউস’-এ বন্দি করা হয়েছে। জনগণ এখনো এ ধরনের নির্মম কর্মকাণ্ডের পরিবর্তন দেখেনি। তিনি স্পষ্ট করে বলেন, “এ অবস্থায় দানবীয় ব্যবস্থার কাছে কিছুই বিশ্বাসের ওপর ছেড়ে দেওয়া যায় না।”
জামায়াতে ইসলামীর প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, “তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী। ১৯৭১–পূর্ববর্তী সময়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করতে হবে এবং তাদের বিরুদ্ধে যে দমন-নিপীড়ন হয়েছে তারও জবাবদিহিতা করতে হবে। ঐক্যবদ্ধ না হলে তাদের আবারও একই অস্ত্র দিয়ে দমন করা হবে।”
তিনি সহিংস রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, “২৪-পরবর্তী সময়ে আমরা আর কোনো সহিংসতার দিকে ফিরতে চাই না। সহিংসতা গণতন্ত্রের শত্রু। তাই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সৌহার্দ্যপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, “আমাদের এখন বলা হচ্ছে আমরা নির্বাচনবিরোধী। বিএনপি শুধু নির্বাচনের কথা বলছে, কিন্তু আমরা নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিন দাবির কথা বলছি। পুলিশ যেন কাউকে বিনা বিচারে, বিনা মামলায় ধরে না নিয়ে যায়, অথবা তুলে নেওয়ার পরে পরিবারকে যেন অবগত করে—এগুলো কি নিশ্চিত করা হয়েছে? হয়নি।”
তিনি আরও বলেন, “অনেক রাজনৈতিক দল আজ মনে করে, প্রয়োজনে নিজেরাই ব্যালট ছাপিয়ে ভোট করবে। আমি বলছি না, এটা কোনো একটি দলের অফিসিয়াল অবস্থান। তবে এমন মানসিকতা অনেকের ভেতরেই আছে।”
শেষে তিনি দোয়া প্রার্থনা করে বলেন, এনসিপি যেন সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ভবিষ্যতে সরকার গঠন করতে পারে, এজন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।
বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।