নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সফলতম ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal) অবশেষে নিশ্চিত করলেন, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) (BCB) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও এবার প্রথমবারের মতো স্পষ্টভাবে তিনি নিজেই ঘোষণা দিলেন, “এবার নির্বাচন করছি আমি।”

কালের কণ্ঠকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তামিম বলেন, “আমি মনে করি, আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুটি বা তিনটি বিষয়ের ওপর। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো।”

তামিমের মতে, নতুন স্টেডিয়াম নির্মাণের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হলো একটি আধুনিক ‘এক্সিলেন্স সেন্টার’ তৈরি করা। তার ভাষায়, “আপনার এক্সিলেন্স সেন্টার না থাকলে ১০টি স্টেডিয়াম থেকেও কোনো লাভ নেই।”

তিনি আরও জোর দিয়ে বলেন, স্কুল ক্রিকেটকে শক্ত ভিত্তিতে দাঁড় করানো ছাড়া দেশের ক্রিকেট উন্নত হতে পারবে না। “আমাদের স্কুল ক্রিকেট কাঠামো খুবই দুর্বল। বিসিবির উচিত এখানে বিনিয়োগ করা,” মন্তব্য করেন তামিম।

সভাপতি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি হ্যাঁ-না না বললেও ইঙ্গিত দেন, পরিচালকের পদে নির্বাচিত হয়ে যদি যথেষ্ট সমর্থন পান, তবে সভাপতির আসনেও লড়তে পিছপা হবেন না। তার ভাষায়, “আমি মনে করি, ক্রিকেট বোর্ডে এলে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতাও আমার থাকা উচিত।”

বিসিবির অভ্যন্তরীণ রাজনীতির দিকে ইঙ্গিত করে তামিম বলেন, “কে নতুন আইডিয়া নিয়ে আসছেন, কাকে ক্রিকেটের জন্য এখন সবচেয়ে বেশি দরকার, আলোচনা সেদিকে ঘোরা উচিত।”

কাউন্সিলর হওয়ার বিষয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তামিম বলেন, “আমি দুটি ক্লাবের সঙ্গে যুক্ত। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি। কাউন্সিলর তো আমি হবই।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *