কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা ও অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইল আবারও উত্তপ্ত হয়ে উঠল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পরপরই অজ্ঞাতনামা কয়েকজন সেখানে হামলা চালায়, ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরপর দুই সপ্তাহে একই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, সন্ধ্যার কিছুক্ষণ পর একদল লোক হঠাৎই জাতীয় পার্টির কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। অফিসের বিভিন্ন অংশে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই ধোঁয়ায় এলাকা অন্ধকার হয়ে যায়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামলে জলকামান থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। তবে এতে ক্ষুব্ধ জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ধাপে ধাপে তাদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নেয়।

ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও জলকামান দিয়ে আগুন নেভাতে কাজ করছে। রাতের দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে আশপাশের এলাকায় স্বস্তি ফিরলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখনো রয়ে গেছে।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে গত শনিবারও একই কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *