বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (Ruhul Kabir Rizvi) বলেছেন, মাজার ভেঙে লাশ পুড়িয়ে ফেলা কোনোভাবেই নবী করিম (সা.)-এর শিক্ষা হতে পারে না। তাঁর অভিযোগ, নানা ফতোয়ার আড়ালে ধর্মের নামে বিভাজন তৈরি করা হচ্ছে, যা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের সামনে রিজভী বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, দেশে আজ নৈরাজ্যের পরিবেশ বিরাজ করছে। তৌহিদী জনতার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তাঁর দাবি, বিএনপির শাসনামলেও শেখ হাসিনা (Sheikh Hasina) দেশের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করেছিলেন। এখন আবারও একই ধরনের কোনো ষড়যন্ত্র চলছে কি না, তা খুঁজে বের করা অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব।
রিজভী আরও যোগ করেন, ভেতর থেকেও ষড়যন্ত্র চালানো হচ্ছে। পাকিস্তান আমলেও কখনো মাজারে হামলা বা লাশ পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেনি। অথচ আজ ধর্মের নামে এমন বিভ্রান্তিকর কাজ হচ্ছে, যা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শান্তির পরিপন্থী।