অনাবাসিকরা ভোট দিলে স্বাধীনতাবিরোধীরা একটি পোস্টেও জিতবে না: মেঘমল্লার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাক্কালে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু (Meghmallar Basu) এক আবেগঘন আহ্বানে অনাবাসিক শিক্ষার্থীদের ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিন-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আপনারা যাকে খুশি ভোট দিন, তবে ৯ তারিখে ভোট দিতে অবশ্যই আসুন। কারণ আপনাদের ভোটেই পুরো সমীকরণ বদলে যাবে।”

তিনি দৃঢ়ভাবে বলেন, ‘‘আপনারা ভোট দিলে এখানে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও জিততে পারবে না। আপনারা শুধু আপনাদের উপস্থিতি নিশ্চিত করুন, ভোটটা দিয়ে যান।’’

ভোটের ঠিক আগমুহূর্তে প্রচার শেষ হওয়ার দিনে নিজের অবস্থান ব্যাখ্যা করে মেঘমল্লার বলেন, ‘‘আজকে প্রচারণার শেষ দিন। এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে প্রচারণা শেষ করছি। আমার এই উপস্থিতি যদি সহযোদ্ধাদের মনে একটুও প্রেরণা জোগায়, তাহলে সেটাই আমার প্রাপ্তি হবে।’’

ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজের সীমাবদ্ধতাও অকপটে স্বীকার করেন। ‘‘যারা আমাকে ভোট দেবেন না, তারা তো দেবেন‌ই না—তাদের নতুন করে কিছু বলার নেই। কিন্তু অনেকেই আছেন, যারা আমাকে পছন্দ করেন, কিন্তু এই দ্বিধায় আছেন যে, আমি যদি নির্বাচিত হই তবে আদৌ কি তাদের কাছে পৌঁছাব?’’ এই প্রশ্নের উত্তরে মেঘমল্লার বলেন, ‘‘আমি শেষ পাঁচদিন প্রস্তুতি নিচ্ছিলাম যেন শেষ মানুষটির কাছেও পৌঁছাতে পারি। কিন্তু শারীরিক অক্ষমতার কারণে আমি তা পারিনি। এ ব্যর্থতার দায় আমি মাথা পেতে নিচ্ছি।’’

তবুও শেষ মুহূর্তে শিক্ষার্থীদের প্রতি তার আবেদন স্পষ্ট—‘‘যদি মনে করেন ভবিষ্যতে লড়াই চালিয়ে যাওয়ার উপযুক্ত আমি এবং আমার প্রার্থীরা, তাহলে শুধু এই কারণে—যে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারিনি—আমাকে ভোট থেকে বঞ্চিত করবেন না।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *