সিরাজগঞ্জে চাঞ্চল্যকর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ১০ লাখ টাকা চাঁদা দাবি পূরণ না হওয়ায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় একটি রাইস মিলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে মিল মালিকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামে অবস্থিত সোহেল সামি অটো রাইস মিলে এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত মিল মালিক আব্দুর রশিদ জানান, প্রায় ১২ দিন আগে তার মিলে একটি চিরকুট ঝুলিয়ে রাখা হয়েছিল। চিরকুটে লেখা ছিল—‘১০ লক্ষ টাকা না দিলে মিল ও মিল মালিককে পোড়ায়া দিমু।’ এতে ভীত হয়ে তিনি দ্রুত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তার ভাষায়, ‘‘আজ সেই চিরকুটের হুমকিই বাস্তবে রূপ নিলো।’’
আগুনে মিলের ১০০ মণ ধান, দুই ট্রাক কাপড়ের ঝুট, পানির পাম্পসহ একটি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে বলে জানান রশিদ। তিনি ক্ষতির পরিমাণ প্রায় ৬ লাখ টাকা বলে দাবি করেছেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কামারখন্দ ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার ফাইটার নয়ন হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এরই মধ্যে ধান ও ঝুট সম্পূর্ণ পুড়ে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান (Mokhlesur Rahman) জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।