গুলশানে ফ্ল্যাট দখলচেষ্টা ও হামলার ঘটনায় সাকা চৌধুরীর দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

গুলশানের মডেল টাউনে শিল্পপতির বাসায় অনধিকার প্রবেশ করে হামলা, চাঁদাবাজি ও ফ্ল্যাট দখলের চেষ্টার ঘটনায় বিএনপির সাবেক নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী (Salauddin Quader Chowdhury)-এর দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ মামলা করেন প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম (Farzana Anna Islam)। বাদীপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলায় আসামি করা হয়েছে সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরীকে। এছাড়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের মালিক আরেফিন সামসুল আলম, মেরিনা ইরশাদ, কেশব চন্দ্র নাথ, হারুন অর রশীদ, ফেরদৌস মুনসি, শাহাবুদ্দিন এবং ছালাউদ্দিন আব্বাছি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৬ সালে মাইনুল ইসলাম ও তার স্ত্রী ফারজানা আন্না ইসলাম গুলশানে ছয়তলা ভবন নির্মাণে আরেফিন সামসুল আলমের সঙ্গে চুক্তি করেন। ২০০৭ সালের ডিসেম্বরে তারা ভবন বুঝে পান। কিন্তু ২০০৮ সালের মার্চে মাইনুল ইসলাম মারা যাওয়ার পর থেকে সামসুল আলমসহ অন্য আসামিরা বিভিন্ন সময় ভুয়া দলিল তৈরি করে ওই ভবনের দ্বিতীয় তলার ফ্লোর দখলের চেষ্টা চালাতে থাকেন।

মামলায় বলা হয়, চলতি বছরের ১৪ জুলাই আসামিরা ওই বাড়িতে অনধিকার প্রবেশ করে তালা ভেঙে ফ্ল্যাট দখলের চেষ্টা করে এবং ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। এসময় ফারজানা আন্না ইসলামকে নানা হুমকি দেওয়া হয়। ২৮ আগস্ট আবারও তারা বাসায় প্রবেশ করে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করে। অভিযুক্তরা এসময় ১০ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। চাঁদা না দিলে ফ্ল্যাট দখলের হুমকি দেওয়া হয় এবং বাসার নিচের গ্যারেজ ভাঙচুর করে প্রায় তিন কোটি টাকার ক্ষতি সাধন করে।

এ ঘটনায় আহতরা পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। মামলার পর আদালত দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *