জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission) (এনসিসি) আগামীকাল বৃহস্পতিবার দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে। এ বৈঠকে মূলত জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদ–২০২৫ এ অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্কারমূলক সুপারিশ বাস্তবায়নের পথনকশা চূড়ান্ত করা হবে।
কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু হবে। সেখানে সনদের খসড়া চূড়ান্তকরণ নিয়ে বিস্তৃত ও খোলামেলা আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দলগুলো বৈঠকে সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তাদের বিস্তারিত মতামত উপস্থাপন করবে। এ সময়ে সাংবিধানিক কাঠামো, আইনি জটিলতা এবং রাজনৈতিক বাস্তবতা—সব দিক নিয়েই আলাপ-আলোচনা হবে বলে কমিশন জানিয়েছে।