ডাকসু নির্বাচনে স্বৈরাচার ও রাজাকার একাকার হয়ে গেছে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স (Syed Emran Saleh Prince) অভিযোগ করেছেন যে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে স্বৈরাচার ও রাজাকারদের মধ্যে কোনো পার্থক্য আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ভাষায়, ছাত্র-জনতার হত্যার রক্তে রঞ্জিত স্বৈরাচারের রক্তমাখা হাতের সঙ্গে হাত মিলিয়েছে জামায়াত।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ সভাকক্ষে উত্তর জেলা মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রিন্স এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জামায়াতের এই সখ্য নতুন কিছু নয়। ১৯৮৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে জামায়াত আরেক স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়েছিল। যাদের হাতে জামায়াতের নেতাদের রক্ত, যারা গত ১৫ বছরে তাদের নেতাদের ফাঁসি কার্যকর করেছে, সেই আওয়ামী লীগের সঙ্গেই আবারও ক্ষমতার লোভে হাত মিলিয়েছে জামায়াত।”

প্রিন্স আরো দাবি করেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির কখনোই সাধারণ শিক্ষার্থীদের ভোটে জয়ী হতে পারেনি। এবার প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে, যার মধ্যে ছাত্রলীগের ভোটও অন্তর্ভুক্ত। তার প্রশ্ন—“ছাত্রলীগের ভোট কোথায় গেল? সেই অনুসন্ধান করলেই বোঝা যাবে শিবিরের বিজয়ের পেছনে আসল খেলা কী।”

সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা মহিলাদলের সভাপতি তানজিল চৌধুরী লিলি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু। আলোচনায় প্রধান বক্তা হিসেবে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন দলের আরেক সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *