জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল (Susan Ryle)-এর সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-এর একটি প্রতিনিধি দল। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে হাইকমিশনারের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠককে ঘিরে কূটনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
সাক্ষাতে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পিআর (Proportional Representation) পদ্ধতি চালুর সম্ভাবনা এবং গণতন্ত্রকে আরও অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নারীর অধিকার, সমাজে নারীদের স্বাধীন বিচরণ, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রসঙ্গেও জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।
আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা বিশেষভাবে উঠে আসে। জ্বালানি ও পোশাক শিল্পকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা নিয়েও আলাপ করেন উভয় পক্ষ। দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন হাইকমিশনার সুসান রাইল।
জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. সাবিকুন্নাহার মুন্নি এবং ডা. হাবিবা চৌধুরি সুইট। অন্যদিকে, অস্ট্রেলিয়ার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে এবং পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন।