রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর বড় ধাক্কা খেল শিবির সমর্থিত প্যানেল। ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাথমিকভাবে ২৫৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু জমা দেওয়া মনোনয়ন ফরমের ভিত্তিতে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাদ পড়াদের মধ্যে রয়েছেন সম্মিলিত শিক্ষার্থী জোটের কার্যকরী সদস্য ও সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র।
আজ বুধবার সন্ধ্যা ৬টায় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত তালিকায় এ তথ্য প্রকাশিত হয়। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, রাকসু নির্বাচনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সিনেটে ছাত্র প্রতিনিধি পদেও ভোট হবে। সেখানে মোট প্রার্থী দাঁড়িয়েছে ৩১৫ জন—এর মধ্যে ২৫৫ জন রাকসুর বিভিন্ন পদে এবং ৬০ জন সিনেট প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সহকারী সম্পাদক পদপ্রার্থী শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক পদপ্রার্থী রিসার্চ চাকমা এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে মনোনয়ন জমা দেওয়া মারুফ হাসান জেমস ও ওমর ফারুক সাফিন আজমির।
নির্বাচন কমিশনের ব্যাখ্যায় বলা হয়েছে, মনোনয়ন ফরমে অসংগতি, তথ্যের ভুল, ব্যাংক রসিদ অনুপস্থিতি, স্বাক্ষরের ত্রুটি, ছবি ও ডোপ টেস্ট রিপোর্ট না থাকা—এমন নানা কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে আগামীকাল পর্যন্ত এসব বিষয়ে লিখিত আপিল করার সুযোগ থাকছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, “আমরা প্রার্থী তালিকা প্রকাশ করেছি। সাতজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। যাদের বাতিল হয়েছে তারা আগামীকালের মধ্যে আপিল করতে পারবেন। সে আপিল গ্রহণযোগ্য হলে প্রার্থিতা ফিরতে পারে। তবে পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না, তখন তাদের ফরম চূড়ান্তভাবে বাতিল গণ্য হবে।”