ভারত ১৯৭১ সালে পাকিস্তানকে ভেঙেছে ঠিকই, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার জন্য কিছুই করেনি—এমন অভিযোগ তুলেছেন আলতাফ হোসেন চৌধুরী (Altaf Hossain Chowdhury)। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় তিনি বলেন, “ভারত শুধু পাকিস্তানকে ভাঙতে চেয়েছে, আমাদের স্বাধীনতার জন্য কিছু করেনি। যুদ্ধ শেষে ইন্ডিয়ান আর্মি দেশ থেকে কত বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গেছে, তা কেউ জানে না। তখন সাংবাদিকরাও তাদের বিরুদ্ধে কিছু লেখার সাহস পায়নি।”
এ সময় তিনি শেখ হাসিনা (Sheikh Hasina)-কে লক্ষ্য করে বলেন, “শেখ হাসিনা যখন পালিয়ে যান, তখন পৃথিবীর কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি, একমাত্র ভারত আশ্রয় দেয়। তাকে ইন্ডিয়ান আর্মির ক্যাম্পে রাখা হয়েছিল। পরবর্তীতে দিল্লি থেকে যে ম্যাসেজ পাঠানো হতো, তা কার্যকর করার জন্য কলকাতায় তাকে একটি অফিসও করে দেওয়া হয়।”
মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান সোহেল, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. রাসেল মোল্লা, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহিন হাওলাদার এবং মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার।
সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. নুরু মৃধা, সাবেক দপ্তর সম্পাদক মো. কাইফুর রহমান জাকির, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট তারিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন চৌধুরী পাশা, সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আলী হায়দার, সদস্য সচিব মাওলানা মো. নুরুল হক এবং যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান প্রমুখ।